রবিবার, ৬ জানুয়ারী, ২০১৩

লিলিথ, তুমি এখনও আসছ না কেন?


লিলিথ, তুমি এখনও আসছ না কেন?
দিন এলো, তুমি এলে না;
আর কতকাল রাত-চরা হয়ে থাকবে!

এই দেশে আজ তোমার বোনদের,
কোন বন্য জন্তু নয়, হায়েনা নয়,
তোমার আদম-সন্তান--
তার বাবা-ভাই-বন্ধুরাই
দিনের বেলায়, হাঁ দিনের বেলায়,
খাবলে খুবলে ছিঁড়ে ফেঁড়ে
নাড়ি-ভুড়ি বের করছে
শরীরের রক্ত গিলছে মদের মত
কাঁচা নারী-মাংস, রান্না না করেই,
খাচ্ছে আয়েশ করে।

লিলিথ, তোমার বোনেরা
আজ শুধু রাত নয়,
দিনের বেলায়ও কাঁদছে,
চোখের রক্তে গঙ্গা বইছে।

লিলিথ, ডেকে নাও তোমার সব বোনকে
তোমার দলে, হয়ে ওঠ ঘাতক।
এইবার যেন তুমি নও,
আদম-ই পালায় রাতের অন্ধকারে।