নদী চলে নীল রথে
ওয়ালিউল্লাহ আহমদ লস্কর
তোমার ঘাড়ের উপরের মাথা
আর পায়ের তলার মাটি
ঘুরতেই থাকবে ধিনধিন তা তা
তুমি যতই পুঁত না কেন খুঁটি
সময়ের কাটা ঘুরে ভন ভন
জীবনের নদী চলে শন শন
আপন খেয়ালে একুল ভাঙ্গে ওকুল গড়ে
নাই কোন ভ্রূক্ষেপ আর্তের হাহাকারে
খুঁটি পুঁতে দেয়াল আর ঘর বানাও
অথবা পৃথিবীটাকে ভাগ কর
তোমার দেশ থেকে বিদেশি তাড়াও
অথবা নিজেদের মধ্যে মারামারি কর
নদীটা ফুলতে চলতে থাকবে তার পথে
লাল অথবা সাদা কিংবা নীল রথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন